করোনার মৃদু উপসর্গে আইভারমেকটিন (Ivermectin) এবং ডক্সিসাইক্লিন (Doxycycline) ব্যবহারে নিষেধ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। এমনকী, নতুন গাইডলাইনে জিঙ্ক মাল্টিভিটামিন ব্যবহার করতেও বারণ করা হচ্ছে।
শুধু তাই নয়, চিকিৎসকরা যাতে অহেতুক খরচসাপেক্ষ পরীক্ষা-নিরীক্ষা করতে বাধ্য না করেন, এমন নিদানও দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইনে।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইভারমেকটিন ওষুধ ট্রায়াল ছাড়া কোনও ভাবেই ব্যবহার করা উচিত নয় বলে আগেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। আসলে কোনও একটি ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে সেটি কতটা সুরক্ষিত ও তার কার্যকারিতা সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আসলে করোনা রোগীদের চিকিৎসায় আইভারমেকটিন ব্যবহার করা কার্যকরী, এমন কোনও প্রমাণ মেলেনি। তা ছাড়া এই ওষুধ ব্যবহারের একটা ক্ষতিকারক দিকও উঠে এসেছে গবেষণায়। নিষেধ করা হয়েছে ডক্সিসাইক্লিন প্রয়োগেও।
এমনকী গত মাসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জ্বর কমানোর জন্য আইভারমেক্টিন ব্যবহার করার অনুমতি দিয়েছে। আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে অনুমতি দিয়েছে গোয়া সরকারও।
বিশ্বের বিভিন্ন দেশে পরজীবী জীবাণু ও ক্ষতিকর ব্যাকটেরিয়া নাশক হিসেবে আইভারমেকটিন ব্যবহার হয়ে আসছে। ডক্সিসাইক্লিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যা মানুষের দেহে সংক্রমক জীবাণুর বিরুদ্ধে প্রতিরোগ গড়ে তোলে। যদিও এই দুটি ওষুধই ব্যবহারে নিষেধ করছে কেন্দ্র।